ওগো আশা, তুমি উড়ে বেড়াও,
শরৎ মেঘে ভেসে ভেসে কোথা যাও?
যাবার পথে কাশের বনে মেলে ধরো ছায়া
কে জানে তোমার মনে আছে কী মায়া।
যদি বলো, "ভালোবাসি"
তবে তোমার সাথে আমিও আসিবো, ভাসিবো তোমার পাশাপাশি
এক সাথে যাবো উড়ে
তিমির গভীর গহন নীলিমা ফুঁড়ে
চিরকালের মত দুজনে হবো নিরুদ্দেশী
যাবো সুদূরে স্বপ্নের দেশে হিমালয় বাসী
খুঁজে কেহ পাবে না আর, ভয়হীন অন্তর, করিও কুসুম দান,
মানস সরোবরে, তুমি আর আমি - দুজনে শুধু করিব স্নান।