বসেছে ফুলের মেলা আমার আঙিনায়
এ-ওর গায়ে ঢলে পড়ে, সকলে উঠেছে মেতে নানা খেলায়।
কী যেন তোদের নাম, তুই মল্লিকা, তুই বন জুঁই
আয়রে কাছে আয়, প্রাণ খুলে সকল ভুলে মিটায়ে মনের সাধ তোদের একটু ছুঁই
তোদের মতই সারাদিন আমি হাসি
কখনো কাঁদি, কখনো হই বাসি
গিয়েছে কত কাল বৃথা, তবু অসত্য নহে সেই নিঃসঙ্গ শূন্যতা
সঞ্চয়ে ছিলো, হয়েছে খরচ, তাই বলে সে অপচয় ছিলো না বৃথা
জীবনের সুখে দুখ্ ছিলো মোড়া, আশার সাথে ছিল নিরাশা
ভুল করিনি স্বপ্ন দেখে, চাঁদের জ্যোৎস্না ছিলো চারিপাশে যখন এসেছিলো অমানিশা
এসেছিস তোরা, আয় বস্ কাছে,
থাক তোরা সকলে আমার সামনে পিছে
তোদের এই হাসি আমি যে বড় ভালোবাসি
জীবনের মূল্য ক্ষণিকের ক্ষণে এমনি থাকুক ঝলক-দীপ্ত অনন্ত অভিলাসী।