পথ ভুলে ভুল করে দিনের দ্বিপ্রহারে
যদি তুমি আসো আমার দ্বারে
যেও না ফিরে, করিও আঘাত ডাকিতে আমারে।
বসিও আসিয়া পাশেতে
শোনাবো কথা গাঁথা আছে যাহা মনের ব্যথাতে
ক্লান্তি তোমার ধোঁয়ায়ে দেবো বসন্ত হাওয়ায়
কুসুম বনে অন্তহীন পরাণে সুবাস মাখিও গায়।
ধ্যানেতে আছি বসে যুগকাল ধরে
আঁকিয়া তোমার ছবি নিশীথ অন্তরে,
তোমার আরাধনা স্বপন কল্পনা
রেখেছি পূর্ণ আশায় আশায় আমার জীবন বেদনা
শূন্য আকাশ তারায় তারায় রেখেছি ভরায়ে
দ্বারে এসে যেও না ফিরে, যেও না আবার হারায়ে...