বন্ধনহারা প্রাণধারায় অসীমের পথে চলিতেছে ছুটে সময়
ডাকিতেছে সকলকে, আয় সাথে, যাহারা চাও হতে অনন্তময়।
ছিলো পাতা ডালে ডালে পবন তালে দুলে হেলে
হাসিয়া হাসিয়া ভালোবাসিয়া খেলিতেছিলো হৃদয় মেলে।
সময়ের ডাক শুনিলো তাহারা, ঝরিলো বৃক্ষশাখা হতে
বলিলো - আসিতেছি আমরা তোমার সাথে তোমার পথে
শুনেছি ডাক, তাই দিয়েছি সাড়া তোমার আহ্বানে
মর্তের মর্মরেতে মেলেছি ডানা তোমার অসীম পানে
এসেছি পেরিয়ে সকল অশ্রুধার, দাও মিশিয়ে আলো-অন্ধকার
হে সময়, আমাদের হোক মুক্তি তোমার ভিতর, তুমি আশীর্বাদ বিধাতার!