যাহা চাহিলো আমার পরাণ
আমি শুনিলাম সেই গান
তবু বুঝিলাম না কী ছিলো সেই আহ্বান
তাই হলো না বাহিরে যাওয়া, অন্ধকারে থাকিলো ঢাকা হৃদয়-প্রাণ।

চারিদিকে শুধু অভিশাপ দেখিলাম
কাটিলো না কাল, ক্ষমাহীন অগ্নিতে জ্বলিলাম,
তবু এ হৃদয় হলো না খাঁটি সোনা
পথমাঝে থামিয়া গেলো আনাগোনা।

তুমি আসিলে হাত বাড়াইলে
ডাকিলে কাছে, আসিয়া পাশে দাঁড়াইতে চাইলে
দূর থেকে আমি সেই হাত ধরিতে পারিলাম না
এ জীবন রহিলো ভগ্ন, ভাগ্য জোড়া লাগিলো না।


আমি আছি তুমি আছো মিলন আশায়, চাহিয়া তৃষিত চোখে
হবে ব্যর্থ তাহা? আছে আশা, ফুটিবে ভাষা অনন্তলোকে।