এসো রাতের তারা বেড়াই ঘুরে অন্ধকারে
ঘুরিবো সারা রাত্রি, অচেনা রহিবো, জানিবো না কেহ কারে
শুধু ঘোরাফেরা, হৃদয়ে হৃদয়ে মিশাবো ধারা
শুধু কথা বিনিময়, অন্তরে জানিবো কেহ কারো নয়।
যখন আসিবে ঊষা আলো ফুটিবার আগে নেব বিদায়
কারো অশ্রুজল ঝরিবে না, কেহ কহিবো না কোন কথা
রাখিবো না হৃদয়ে কোন ব্যথা
থাকিবে না কোন প্রতিশ্রুতি, কোন স্মৃতি
আলোর ছায়াতে মিলিয়ে দেবো আমাদের সকল পরিচয়
শুধু হোক একটি রাতের প্রণয়, আমাদের অচেনা বেদনায়।
তুমিও যাবে চলে, আমিও যাবো আমার পথে
আবার যদি দেখা হয় চিনিবো না কেহ কারেও,
যে বন নিকুঞ্জে করেছি খেলা এই আঁধার রাতে
সেই শুধু ফোটাক পুষ্প আমাদের স্মরণে প্রভাত কনিকা স্রোতে।