ফিরে যাও ফিরে যাও এ পথে এসো না আর
ধূলি জীর্ণ পড়ে আছে মহাকাল হেথায় জীর্ণ জীবন তাহার।

ছিলো আশা ভালোবাসা, ছিলো বেদনা শান্তি
ছিলো একটি ছোট ঘর, জ্বলিত প্রদীপ পরম প্রশান্তি
ব্যথার কথা প্রতিদিন সাঁঝে
পশ্চিম আকাশে ভাসিতো মেঘের কারুকার্যে
বহিতো নদী জোয়ার উচ্ছ্বাসে
আনিতো বয়ে জীবন অবগান আভাসে
এখানে ছিলো খোলা দিগন্ত
শাড়ির আঁচলে উড়িতো অশান্ত অনন্ত
স্বপ্নের ছিলো না শেষ
কতবার হয়েছে তাহারা রাতের আকাশে তারাদের ভীড়ে নিরুদ্দেশ
ঝরেছে চাঁদের আলো সুনির্মল
এইখানে বসিয়া মহাকাল বাঁশীতে বাজাইতো ঝর্ণার কল্লোল।

সকলে গিয়েছে চলে খেলা শেষে, পড়ে আছে রিক্ত  
এসেছো অসময়ে তুমি, এই ভূমি আর নেই প্রেম সিক্ত।