তুমি সেই অচলায়তনের প্রথম বানী
কবে আমি শুনেছিলাম সে কথা গিয়েছি ভুলে
তবু যখন কান পাতি মহাকালের বুকে
শুনিতে পাই সেই আদি নিনাদ বাজিছে এখনো বিশ্বলোকে।
সেদিন ছিলো না কিছু আর
আমার মাঝে তুমি, তোমার মাঝে আমি ছিলাম নিরাকার
কালহীন রূপহীন শব্দহীন নীরব গম্ভীর আজিকে হয়েছো সাকার
তবুও আপনি রয়েছো আড়ালে, আমাকে করেছো প্রকাশ
ঢেউ তুলেছো মহাকালে - স্মৃতি-বিস্মৃতি, আলো-ছায়া ও মায়াতে একাকার।