দগ্ধ দিনের ইচ্ছা একটু আষাঢ় চাই,
আর পারি না কষ্ট ভীষণ হয়ত মরে যাই।
দগ্ধ রাতে নিদ্রা হারা উপায় দেখি না যে
স্বপ্নরা সব গেছে কোথায়? একটু শান্তির খোঁজে?
ওগো আষাঢ়, হচ্ছে কেন তোমার এত দেরী
এই বছরে আসো নাকো একটু তাড়াতাড়ি।
না হয় তুমি এলে দিন পনরো আগে
সবাই যে আজ তোমার একটু ছোয়া মাগে।
এসো তুমি, সবাই তোমায় কত ভালোবাসে
ছন্দসুরে মাতাও ভুবন তোমার প্রেম পরশে।