কেহ নাই কিছু নাই
আমার শ্রাবণে ঝর ঝর ধারায় শুধু শুকনো পাতা ভেজাই
চঞ্চল তুমি আঁখি জল ফেলে
গিয়েছো চলে,
তোমাকে আমি আর ডাকি নাই।
আজ দেখি চেয়ে
বনভূমি বেয়ে
কোথায় কোন সুদূরে এ নদী রেখেছে আঁচল মেলে
তোমার স্মৃতির ঢেউ বুকে তাহার যায় খেলে,
তবুও তোমার কথা আমি তারে সুধাই নাই।
ডাকিবো না তোমায়, তবু বলিবো আসিও ফিরে
যদি চায় মন তোমার আসিও আবার আমার নীরে
হাসিও খেলিও কাটিও সাঁতার
যত খুশী আবার
নাই বাঁধা নাই মানা নাই দ্বিধা, রাখিও না কোন সংস্কার।
ডাকিবো না তোমায়, তবুও চিরকাল থাকিবে তুমি আমার।