এসো ওগো এসো দেবী ধরণীতে, এসো কৈলাস হতে
হিংসায় হয়েছে উন্মত্ত সকল জগৎ, পূর্ণ অসুরেতে।
ক্ষুধায় যারা মৃত্যুমুখী, নিষ্পেষিত বঞ্চিত যত প্রাণ
দুষ্টেরে করিয়া সংহার আনো সাম্য, প্রতিকার করো দান।
তোমাকে করি আহবান, এসো শক্তি নির্মল মুগ্ধ কান্তি
নিঃপীড়িতের আশা তুমি, আনো মুক্তি সুন্দর শান্ত শান্তি।
মৃত্যুর মাঝে জন্মের খেলা তোমার ত্রিশূল ঝলকি ঝলকে
অকাল মাঝে কালের ডোবাও, ফোটাও অভয় বানী বিশ্বলোকে।
পূর্ণরূপা ভগবতী দুর্গা তুমি, শোভা মনোহরা
রহিলো প্রণাম চরণে তোমার, মাতা তুমি, হে অবিনশ্বরা।