হে অতিথি, তুমি যখন এলে
থাকো একটু খানি
সময় হলে চলে যাবে
জানি জানি, সে কথা বেশ জানি।
তবু কেন কী মায়াতে
জড়ালে আমায়
ভালোবেসে ঘর পাতবো
তোমায় নিয়ে বটের ছায়ায়।
হেথায় আছে মুক্ত আকাশ
বইছে বাতাস ধীরে
কাশের বনে মেঘের ছায়া
আসছে ঘুরে ফিরে।
যাবার আগে থাকো তুমি
আমার এই ঘরে
লিখে রাখো প্রেম কথা
জোয়ার-ভাটার পাড়ে।
আর যদি না আসো তুমি
আর এসো না তবে
তোমার কায়া থাকবে আঁকা
আমার হৃদয় ভবে।