এমন শরত দিনে যদি না আসিলে আসিবে কবে আর
বরষা হয়েছে শেষ, শরতের আকাশ যেতেছে উড়িয়া ধরণিতে পড়েছে ছায়া তাহার
এসেছে ছুটিয়া মেঘ, দুলিছে কাশের ফুল
পাগলিনী বেশে সহসা হেসে উড়াইছে সে খোঁপা খোলা চুল।

তুমি থাকিও না বসে, বাহিরে এসে চাও যাহা খুশী
মনের বাসনা কেন রাখিবে গোপনে, ওগো প্রিয়সী
চেয়ে দেখো তোমার তরে আছে সে বসিয়া অপেক্ষায়
তোমার সাথে এমন দিনে মেলিবে ডানা অসীমের ঠিকানায়।

কী সুবাসে মধু দিবসে উপচি পড়িছে আলো কানায় কানায়
অমল ধবলে বায়ু হিল্লোলে প্রেমের ঢেউ আঁচল উড়ায়
ডাকিছে তোমাকে, থেকো না দূরে আর, উথলি উঠিছে ব্যথা কাশের বনে
নয়নে নয়নে ঝরুক অশ্রু শুভ দরশনে স্বপন অঞ্জনে।

এমন শরত দিনে যদি না আসিলে আসিবে কবে আর
সারাটি জীবন থাকিবে সে ব্যথা গোপনে, কেমনে বহিবে সে ভার?