পড়িলো কি মনে
বুঝি তাই বাহিরে আসিলে এতদিনে যে ছিলে গোপনে।

চির সখা আমার আপন,
কেমনে রেখেছিলে ঢাকিয়া ললিত বেদন?

আজিকে সহসা ভাঙ্গিলো বাঁধ,
উছলি উঠেছে মনের সাধ,
আসিলে কাছে ধরিলে হাত, দাড়ালে পাশে
পাখা মেলি আশা তরী ভাসালে আকাশে।