হয়ত এই পৃথিবী আজ এখানেই থেমে যাবে
কী হবে তখন - জাগে কি ভয় সেই কথা ভাবি যখন?

কীসের ভয়? আমি তো থাকিবো না আর
সবকিছু সাথে বিসর্জণ হবে সকল বেদনাভার
থাকিবো না, থাকিবে না কিছু - সেই পরম সান্ত্বনা
অক্লেশে শূন্যে মিলায়ে যাবে দুঃখ-শোক-বিরহ-প্রেম-প্রণোদনা।

জন্মের পরে মৃত্যু আসে
জন্ম তাকে ভালোবাসে
জন্ম তাই পুড়িতেছে ধূপের মত, লজ্জ্বায় অবনত
রাখিতেছে লিখে আঁধারের উপকথা বটের ছায়াতে অবিরত।

আছি অপেক্ষায় কখন হবে মিলন মৃত্যুর সাথে
হৃদয়ে রাখিবো হৃদয়, দেশ-কাল-সময়ের অনন্ত দিশাতে।