এই যে মরণ এলো,
বললো, "এবার চলো।"
কোথায় কেউ তা জানে না
তবু সকল ছেড়ে যেতে হলো, থাকা গেলো না।

বলেছিলাম, "একটু দাঁড়াও
নিও আমায় নিতে যখন চাও
শুধু দাও একটু ক্ষণিক সময়
শেষ বারেরই মতন দেখে নেই বটের তলাটিরে এতদিন খেলেছিলাম যাহার ছায়ায়।"

মরণের সইলো না তর
হাত ধরে ভীষণ জোরে টেনে নিলো, বললো, "না না পাবে না অবসর
কালের খেলা শেষ হলে
হবেই সবার যেতে চলে
আমারও পরাণ কাঁদে নিতে তোমায়
সুন্দর এই ভুবনে সবার মত আমিও ভীষণ অসহায়।"