তুমি যে চিন্ময় তুমি দুর্জয়
তুমি জাগরণ তুমি নির্ভয়,
তুমি দাবি প্রশ্নে অবিচল
তরুণ সমাজ তব বাহুবল!
তব উক্তিতে তব ভক্তিতে
শাসক হয়েছে দিশেহারা,
মিছে মামলায় ভূয়া গুজবে
তোমার হাতে দিল হাতকরা!
ভেঙে শাসকের কারাগার-
শৃঙ্খল মুক্ত করব তোমারে,
আজ এই দৃঢ় পণে উজ্জীবিত
লক্ষ চিন্ময় বাংলার ঘরে ঘরে।
তব আহ্বান ঐক্যের জয়গান
জয় হোক তব হে আর্য সন্তান,
সহস্রসন পর তোমায় পেয়েছে
গাঙ্গেয় বঙ্গভূমির আদি সন্তান।
জয় হবে, হবে জয় তোমারই-
তুমি জাগরণ তুমি যে শিহরণ;
সহস্রসন পর দেখালে যে উত্তরণ
শতবাঁধা পেরিয়ে করবে সন্তরণ!
রচনাকাল : ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান: ফতুল্লা, নারায়ণগঞ্জ