হে কৃষ্ণ তোমার নামে যে
বিশ্বজগতের আঁধার ঘুচে,
মুছে মনের যত কালিমা
মোক্ষ লাভে তুমিই সাধনা।
তব সাধনে জীবনে মরণে
রেখো যেন তব শরণে,
পুণ্য কিরণে ঘুছাও আঁধার
তুমি ত্রিলোকের মহাবতার।
তুমি যে পরম মুক্তিদাতা
বিশ্বজগতের তুমি বিধাতা,
তোমারি প্রেমে হৃদয় ব্যকুল
ভক্তিতে হৃদয় হয় মশগুল।
তোমার নামের যে মহিমায়
আজ বিশ্বজগৎ উদ্ভাসিত,
তুমিই ওম, তুমি পূজনীয়
তোমাতেই হয়েছি সমর্পিত।
রচনাকাল : ১৮ জুন, ২০২০ খ্রিঃ