তুমি এসো, তুমি এসো প্রিয়,
অতীতে ফেলে আসা কোন একটি মুহুর্তের মতো;
আজ তুমি আমার পাশে এসো।
চলো দুজন বসি বিহঙ্গের মতো
ফেলে আসা কোন ক্ষণের মতো,
হৃদয়ের যত কথা বলি ওগো অতীতের মতো;
তোমার কাছে প্রার্থনা আমার একটি মুহুর্ত।
তুমি এসো, তুমি এসো প্রিয়-
তুমি ঘুচিয়ে দাও আমার হৃদয়ের ব্যাকুলতা,
আজ তুমি আমার পাশে এসে মুছে দাও-
আমার যুগল নয়নের অশ্রুজলের স্রোতধারা।
তুমি হীন হৃদয়ের অনুভূতি যেন ধূ-ধূ মরুভূমি,
জানি, সবি আমার আকাশ কুসুম স্বপ্নের বিভোরতা;
তবু অবুঝ এই মন চায়-
তোমার প্রেমের হৃদয় নিংড়ানো স্পর্শতা,
যদিও তা কালের বিবর্তনে অবাস্তবতা।
তবু হৃদয় বলে-
তুমি এসো, তুমি এসো প্রিয়,
অতীতে ফেলে আসা কোন এক ক্ষণের মতো
তুমি আমার পাশে এসো।
রচনাকাল : ২৮ মার্চ, ২০১৭ইং