তুমি এসেছিলে আষাঢ়ের বরষায়-
সূর্য তখন ডুবি ডুবি, গোধূলি বেলা
আবির রাঙা রঙে জলছাপে দেয় উঁকি।
অদূরে উঠানের কোণে বরষার পুষ্পরাণী
হলদে কদমফুল, বরষার জলে-
ভিজে ভিজে হেসে যেন মশগুল,
বরষার জলে স্নানে সিক্ত দেহে হাসিমাখা
যেন তোমার ঐ কপোল; তুমি যেন বরষার
পুষ্পরাণী হলদে কদমফুল।
রচনাকাল : ২৪শে ফেব্রুয়ারি, ২০১৮