তুমি আমি যেন বিহঙ্গ বিহারী,
সবুজ তেপান্তরের বহু দূরের
পথ দু'জনে মিলে দেবো পাড়ি।
প্রকৃতি আর প্রেম মিশে গেছে
লৌহিত্যধারার মোহিত তীরে,
দু'জনে তৃষ্ণার্ত প্রেম তিয়াসে!
দূর নীল নীলিমা গিয়েছে মিশে-
সুদূরের ঐ তেপান্তরের মাঠে,
যেথা হারিয়েছে পথ অবশেষে।
যেথা স্নিগ্ধতার ছোঁয়া সুশীতল
ওই ছায়া ঘেরা পথ বিটপীতল,
নেমেছে রাঙা গোধূলি ধরণীতল।
রাত্রি নেমে আসুক আঁধার ঘেরা
তোমায় নিয়ে রাতে দেখব তারা,
বিনিদ্র হোক দু'জনার আঁখিতারা!
রচনাকাল : ১৫ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : তিস্তা এক্সপ্রেস, ঢাকা টু ময়মনসিংহ