ডুবেছি আমি ভব সাগরে
হারিয়েছি পথ দিন শেষে,
মনে যত কামনা বাসনা
করেছে আমায় উতলা।
না জানি কবে চরণতলে
প্রভু, আমায় দিবে স্থান,
তব রাঙাচরণে পুষ্পদানে
আমার হয় যেন অবসান।
তব প্রেমে তব যে করুণাই
নিশিদিন ক্ষণে ক্ষণে হারাই,
অনন্ত সৃজনে তুমি নিরঞ্জন
বিশ্বভূবনে তুমি অনন্তজন।
তব মহিমায় মহিমান্বিত তুমি
তব গুণে গুণান্বিত যে তুমি,
তব মহিমা ছড়িয়ে ত্রিভূবনে
তুমি যে পূজিত ত্রিনাথ রূপে।
রচনাকাল : ৬ই মার্চ, ২০২৫ খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, নারায়ণগঞ্জ