আমি দেখেছি তোমার অশ্রুজল
তুমি নিরবে দিয়েছো যে বিসর্জন,
তুমি কথার ছলে লুকিয়ে মুছেছ
সেই দৃশ্য কতোটা যে নিদারুণ!
মোর হৃদয় যে ব্যথিত মহাপ্লাবনে
সে কথা কি তুমি বুঝিবে কখনো,
আমিও যে সমব্যথী তব বেদনে
হৃদয়ে রক্তক্ষরণ হয় যে নিরবে!
সে যে কি ব্যথা কিভাবে বুঝাবো
নিরবে কেঁদে যাই শুধুই নিরবে,
মোর হৃদয়ের আকুল আবেদন
থাকে যে সদা নির্জনে গোপন।
এক জনমে এতো ব্যথা পাবো-
ভুল করেও আগে যদি জানতাম,
এ পথের পথিক আমি হতাম না
চলে যেতাম অন্য কোনো পথে!
সহসা সহসা রৌদ্র ওঠে গগণে
আবার সহসা অঝোরে বৃষ্টি নামে,
বুঝি না যে তব মনের গতিবিধি
তোমায় খুঁজি দ্বন্দ্ব বিভেদ ভুলে!
রচনাকাল : ৯ই জুন ২০২২ খ্রিঃ
স্থান: বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ