তোর হাতটি ধরে
আমি দেবো পাড়ি,
সাত সাগর আর
ওই তেরোটি নদী।
তোকে সঙ্গে নিয়ে
আমি মেঘের দেশে,
সেখানে বেড়াব দুজনে
স্বপ্নময় মধুর আবেশে।
তোর অনুভুতির ছোঁয়ায়
জেগে উঠি নিদমহলে,
তুই আমার অনুভুতি
তুই আমার স্বপ্নচারিনী।
তুই যে আছিস-
আমার স্বপ্নে-জাগরণে,
তুই যে আছিস-
আমার কল্পনায় অনুভবে।
রচনাকাল : ১৯ শে মে, ২০২০ খ্রিঃ