অশান্তির দাবানলে
পুড়ে পুড়ে হই ছাই,
সুখ খুঁজি সুখ খুঁজি
সুখ খোঁজে নাহি পাই!
সুখ কি এমন জিনিস
শুধু যে প্রদীপ শিখা,
প্রদীপের নিচে আঁধার
সে তো দুঃখের কথা।
সুখ সুখ খোঁজে মরি
দিবস নিশি যে মোরা,
সুখ দুঃখ সহোদর ভাই
ওদের নিয়ে জীবন গড়া।
এ জীবনে কে আছে সুখী
দুঃখ যে ছুঁইনি তারে কভু,
মিছে সুখ সুখ করেই যাচ্ছি
দুঃখ যে ছাড়ছে না পিছু!
ভুলেই গেছি জীবনটা হলো
এই পৃথিবীতে দুখের ভেলা,
সুখ তো অনেক দূরের কথা
সুখ মানেই মিছে ছলনা!
রচনাকাল : ২১ মার্চ, ২০২৫ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ