জীবনের সব আলো,
কেন আঁধারে মিলায়?
মায়াভরা মুখের হাসি,
কেন আঁধারে হারায়?
সে তো বুঝা গেল না,
সে তো জানা গেল না!
স্বপ্নেরা কেন করে লুকোচুরি,
অলি কেন করে উড়াউড়ি;
সে তো বুঝা গেল না,
সে তো জানা গেল না!
মিছে মিছে স্বপ্ন আশায়
বিভোর হয়ে কেন স্বপ্ন সাজাই,
তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো
আমায় আজো ডাকে ইশারায়;
সে তো বুঝা গেল না,
সে তো জানা গেল না!
হৃদয় নদীতে আজো ঢেউ উঠে
হৃদয়াকাশে আজো তারা জ্বলে,
তুমিহীন শূন্যতায় হৃদয় গুমরে মরে;
কেন আজ সবকিছু এতো এলোমেলো?
সে তো বুঝা গেল না,
সে তো জানা গেল না!
রচনাকাল : ২৯ আগস্ট, ২০২০ খ্রিঃ