আমি হেসে যাই নিরবে
লোকমুখে শুনে অপমান,
বিরহ ব্যথা থাকে নিরবে
ফেলে অশ্রুজল দিনমান।
কত কথা, কত যে ব্যথা
সে কি বলা যায় কারো,
নিরবে সহে যেতে হয়
সেই শতব্যথা হাজারো।
অশ্রুজল শুকায় না কভু
জলে বহে ব্যথাতুর পদ্মা,
ভাঙা আর গড়ার খেলায়
আমিও যেন হারায় দিশা!
ভালবাসা যে বাঁধে বাসা
স্বপ্নচারিনী তোমার মাঝে,
নিরাশার মাঝে খোঁজে যে
আশা শুধু তোমার কাছে!
শুধু তোমারি মনের মাঝে
আমি থাকতে চাই অনন্তযুগ,
সেই যুগ শেষ না হয় কভু
হোক যে চির দীর্ঘজীবি যুগ।
রচনাকাল :২৭ শে এপ্রিল ২০২২ খ্রিঃ
রচনাস্থান: বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ