আজ শ্বাসরুদ্ধ যে স্বাধীনতা
শ্বাসরুদ্ধ যে ধর্মনিরপেক্ষতা,
শ্বাসরুদ্ধ যে মুক্তির শ্লোগান
কালজয়ী যে জয় বাঙলা!
আমি দলের নই মতের নই-
একাত্তরের চেতনায় বিশ্বাসী,
আজ সেই স্বাধীনতার চেতনা
ধ্বংসস্তুপে চাপা যেন উয়ারী!
মাতৃভূমির চারদিকে ধ্বংসস্তুপ
নাগপাশে বাঁধা, শাসকের বদল;
চারদিকে যে অন্যায় অবিচার-
অকালে কত প্রাণ হলো কতল!
কে বা কার করবে যে বিচার
দেশে আইন নেই, নেই বিচার;
মাৎস্যন্যায় সারাদেশে আজ-
সারাদেশে আজ বিরাজিত ত্রাস!
ধ্বংসের খেলায় মেতেছে উগ্রবাদী
ধ্বংসস্তুপে ঢাকা সোনার বাংলা,
এই ধ্বংসের খেলা কবে হবে শেষ
কবে উড়বে হায় শান্তির পায়রা!
নোট: "উয়ারী" বলতে প্রাচীন ধ্বংসাবশেষ উয়ারী বটেশ্বর।
রচনাকাল : ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ
রচনাস্থান: বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ