সাগরে সাগরে কত ঢেউ খেলে
মোর হৃদয়ে বেদনার ঢেউ উঠে,
এই ভাঙে এই গড়ে এই ভাঙে
এই খেলা খেলে যায় প্রতিক্ষণে।
যত স্বপন যত নিশি জাগরণ
ব্যাথার আছে যে কতই কথন,
সাগরের কলতানে ভেসে যাক
আনন্দ স্রোতে সবি ভেসে যাক!
সাগরের জল খেলে জলকেলি
আঁচড়ে পড়ে ঢেউ সমুদ্র তীরে,
জীবন যেন এক সাগর স্বরূপ
হাসি কান্না সাথে যে বিচিত্ররূপ!
জীবনের বহু বিচিত্ররূপে হারাবো
হারিয়ে যাবো যে জগৎ সংসারে,
সে যে এক বিচিত্র অথৈ মহাসাগর
আমি যেন এখানে সদা সদাগর!
রচনাকাল : ১৯ই আগস্ট, ২০২২ খ্রিঃ
রচনাস্থান: বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ