এ যুগে এসে যুগের হাওয়ায় মিশে
আসেনি যারা কভু সভ্যতার পরশে,
সরস আর নিরস খোঁজে যায় যেবা
পাদুকামালার উপযুক্ত নিমেষে তারা।
সভ্যতার কলঙ্ক বয়ে বেড়ায় তারা
মদের আসরে বসে পুত্রবধূ কন্যা,
গণিকালয়ে নিশিচারী যে তারা-
সরস নিরস তখন কেউ খোঁজে না!
সরস আর নিরস খোঁজে যায় যারা
কুসংস্কারাচ্ছন্ন জাতি মরেছে তারা,
সরস নিরসের কত নির্মম কষাঘাতে
কত মেয়ের সমন্ধ ভেঙ্গেছে এ নিয়মে!
বিধবা বা বিচ্ছেদ পরবর্তী বিবাহে
কি নিষ্ঠুর বিরোধী সমাজ তোরা!
এ সভ্য দুনিয়ায় আজো কি মানুষ
হবি? নাকি থেকে যাবি চির অধরা!
রচনাকাল : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ