রাগে অনুরাগে
        মান অভিমানে,
এ হৃদয়ের মাঝে
          কত প্রেম যে,
কত যে যতনে,
      আছে যে লুকিয়ে।

কাছে এসে তুমি
        নীরবে চুপি চুপি,
নাও না তুমি বুঝে
  তোমায় কত ভালবাসি।

তোমায় যে সাজাব
        রামধনুর সাতরঙে,
রাঙা কৃষ্ণচূড়া-
       খোঁপায় দিব গুজে।

ঘুরে বেড়াব দুজনে
       সাদা মেঘের রাজ্যে,
মেঘের ভেলায় চেপে
    রূপকথার মেঘের রাজ্যে।

তুমি যে রাজকন্যে
              আমি রাজপুত্তর,
হারাব দুজনে রূপকথার
       ওই দিগন্তের তেপান্তর।

রচনাকাল : ২৭ শে এপ্রিল, ২০২০ খ্রিঃ