পৃথিবীটাকে কত করেছি আঘাত
তাই তো আমরা পাচ্ছি প্রতিঘাত,
কেটেছি বন জঙ্গল করেছি উজাড়
করেছি ধ্বংস কত শত পাহাড়।
গড়ে তুলেছি নতুন নতুন জনপদ
গড়েছি অজস্র লোকালয় বন্দর;
পরিপূর্ণ বৃক্ষরাজি মাঠ, পথঘাট,
আজ শুধু শূণ্যতায় ধূ-ধূ প্রান্তর!
আজ হুমকির মুখে জীববৈচিত্র্য
ঘন বন জঙ্গলের নীলগাই, হাতি;
ছুটে আসে লোকালয় ধানক্ষেতে
আমরা ছুটে গিয়ে অবলাদের মারি!
এই অসহনীয় তাপ দাবদাহে দগ্ধ
উন্নত মানব সভ্যতার মানব গোষ্ঠী;
আজ আমরা প্রকৃতির অভিশাপে
অভিশপ্ত আমরা এক মানবজাতি।
খরতাপে গলছে জমাটবদ্ধ বরফ
ক্রমশঃ বাড়ছে সাগরের উচ্চতা,
ধীরে ধীরে ডুবে যাচ্ছে নিম্নভূমি
হারাচ্ছি আমাদের গড়া সভ্যতা!
রচনাকাল : ১৭ ই এপ্রিল, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ