হৃদয়টা যেন নিরব রাতের মতো
বেদনার ঘন আঁধারে আর নিরবতায় নিঃস্তদ্ধ;
রাতের শীতল বাতাসে শীতল যেন মোর দেহ,
বেদনাবিধুর প্রেমে শুধুই জাগে বিরহ।
প্রাণের দেবী প্রাণের মাঝে তুমি যে ছিলে
তুমি ছিলে হৃদয়ের নিকেতনে,
সহসা তুমি কোথায় হারিয়ে গেলে!
তোমারি শূন্যতায় হৃদয় মাঝে বয়ে
শাওনের অঝোর বাদলধারা,
তোমাতে আমি বিলীন, তোমাতে হারা।
ফেলে আসা ভালবাসার মুহুর্তগুলো
আজো শিশিরের কণার মতো করে ঝলমল,
সহসা তোমার স্মৃতিচারণে-
হৃদয়ের মহাসমুদ্রের সৈকতে বেদনার
জলরাশির উপচে পড়ে বেদনার নোনাজল।
আজো তোমাকে খুঁজে পাই তোমার চলার পথে,
তোমার কণ্ঠধ্বনি ভেসে আসে মোর কানে,
মনের বিভোরতায় নিজের অজান্তে;
তবু তুমি প্রাণের দেবী প্রাণের মাঝে-
আছো তুমি হৃদয়ের নিকেতনে।
রচনাকাল : ২০ ডিসেম্বর, ২০১৭ইং