তুমি ভাল পারো বলে কর-
গর্ব অহংকার,
অন্যজনের দোষ খুঁজে-
বের করো বার বার।
তোমার তুলনা করো তুমি-
অন্যজনের সাথে,
অন্যদের ছোট করে দেখে-
নিজে হতে চাও বড় তবে।
তুমি যতটুকু পারো বিদ্যাজ্ঞান-
দাও তুমি তারে,
সেও পারিবে তাহা-
তোমার মতো করে।
ভাল জ্ঞান যদি দাও-
সকলের তরে,
তোমার নামটি রবে-
মানুষের হৃদয়ে।
খুঁজে বের করোনা-
অন্যজনের দোষ,
শুনে দুঃখ পাবে সে-
হৃদয় সম্মুখ।
রচনাকাল : ১৭ই ফেব্রুয়ারি/২০০৬ইং