তোমারি মাঝে দেখেছি-
এক ভাঙা গড়ার পরিবর্তন,
তুমি নিজেকে গড়েছো যে
এক গ্রাম্য গৃহবধূর মতন।
ক্ষণে ক্ষণে তুমি গড়ছো-
আর ভাঙছো নিজেকে,
গড়ে তুলছো তুমি নিজেকে
সময় আর কালের প্রয়োজনে!
হয়তো বা তুমি কখনো
নিজেকে এমন ভাবোনি;
সময়ের স্রোতে ভেসে তুমি
নবসাজে এক নব গৃহিণী।
শহুরে জীবনযাপন আজ
তোমার কাছে অতিপ্রাচীন,
ঠিক যেন মহেঞ্জোদারো বা
অতিপ্রাচীন অজন্তা গুহা!
রচনাকাল : ১৯/১২/২০২২ খ্রিঃ
স্থান: কলাবাগান, বিসিক, নারায়ণগঞ্জ