কত যে হাহাকার চারদিকে
ক্ষুধায় কাতর যেন পৃথিবী;
ক্ষুধায় কাঁদে নাবালক শিশু
ক্ষুধায় কাঁদে এক কিশোরী!
অগ্নিমূল্য খাদ্য; খাবো কি যে?
সবি যে অনেক অনেক দামী!
নুন আনতে পান্তা যে ফুরায়
আমি যে হতদরিদ্র এক মুচি!
ক্ষুধা কি আর বুঝে গরীব ধনী
সে তো চায় খাবার দিন-রাত্রী!
কোথায় যে পাবো খাদ্য খাবার
হাত খালি, নেই যে টাকা কড়ি!
ক্ষুধার জ্বালায় যে নিতুই মরি-
কাজকাম নেই সবি যে উর্ধ্বমুখী;
ক্ষুধা ক্ষুধা করে ক্ষুধা নেই যে;
যাও যাও ক্ষুধা, যাও নির্বাসনে!
রচনাকাল : ৪ আগস্ট, ২০২২ খ্রিঃ
রচনাস্থান: বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ