অন্ধকার পৃথিবীর মাঝে যেন বসবাস
সবি যেন আলোহীন আলেয়া!
আমার চারপাশে যে মায়াবী খেলা
বুঝতে পারিনা এ খেলার মহিমা!
সহসা চমকে উঠি নিজেকে ভেবে
দিনকাল যেন যাচ্ছে চলে নিরবে,
তখন মনে হয় অদূরে নদীর তীরে
বটগাছটি যে একা শত বছর ধরে!
আশায় থাকি যার সে বলে কি যে
আমি নাকি পরগাছার আছি পিছে;
যত কথা যত ব্যথা সবি যে মরু তটে
তপ্ত বালুকায় বিষাদে নিরবে কাঁদে!
আপন আপন হিসাবে সবে যে পাকা
আমি শুধু আজো যেন রইলেম কাঁচা!
এমন করে চলবে যে আর কত কাল
হালে জল নেই, তবু ধরতে হবে হাল।
রচনাকাল : ২৬ শে মে ২০২২ খ্রিঃ
রচনাস্থান : নিজ বাড়ী