আমার এই মন বলতে চায় তোমায়
          আমার মনের গহীনের না বলা কথা,
যে কথাগুলো বলতে চেয়ে থেমেছে-
          শতবার, তুমি শোনবে কি সেই কথা?

নদী বলে মনের কথা আষাঢ় শ্রাবণকে
         তুমি বিহীন যেন আমার জীবন ফিকে,
আষাঢ় শ্রাবণ (বর্ষা) বলে ধন্য আমি
          পেয়েছি তোমায় বিধাতার পরমাশীষে।

চন্দ্র বলে মনের কথা, এই যামিনী;
        তোমায় পেয়ে পরিপূর্ণ হয়েছি যে আমি,
যামিনী বলে, তোমার আলোকধারায়
          তুমি বেঁধেছো যে আমায় চিরদিনি।

এই তো আজ বললেম মনের কথা
           রূপক বর্ণনে- এ যেন মনের ভাষা,
হৃদয়ের বাঁধন যেন থাকুক অটুট
          জন্ম-জন্মান্তরে যেন এমনি থাকুক।

রচনাকাল : ২২ জুন, ২০২০ খ্রিঃ