ধীরে ধীরে সময় চলে যাচ্ছে
চলে যাচ্ছে তার স্বগতিতে,
সময়ের কাজ সময়ে না করে
প্রতিদিন মরছি হতাশায় ডুবে!
চাকরির বয়স শেষ পথে প্রায়
কি হবে তার এত হিসেব কষে!
এত পরিশ্রমে সনদপত্র লভে
মেয়াদ যে ত্রিশ বছর অবশেষে!
অর্থহীন ব্যক্তি মূল্যহীন সমাজে
মূল্যহীন সে যে আপন পরিবারে,
অভাব যখন আসে প্রেমও পালায়
ভালোবাসার মানুষটিও চলে যায়!
ভাল কর্ম অবস্থা স্থায়িত্ব বাড়ায়
পরিবারে বিবাদ রয় শূণ্য কোঠায়,
সেই সুখী যার কর্ম অবস্থা ভালো
দুর্ভাগা সেই যার নেই ভালো কর্ম!
রচনাকাল : ২২ শে জুন, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ