আয় রে মরণ করব বরণ
ফুলের ডালা সাজিয়ে,
কোথায় রইলি রে যমদূত
আয় রে আয় আমার দুয়ারে!
এত দেরি করলি কেন?
আসলি কেন এত দেরিতে?
পাসনি বুঝি আমার নেমন্তন্ন?
ওহ যমদূত-
আছি আমি তোর আশে!
যাবি যখন তুই আমায় নিয়ে-
শুনবি না তুই কারো মানা;
ছুটবি যখন তুই আপন ধ্যানে
বিষ্ণদূতকে প্রয়োজনে দিবি হানা।
আয় রে আয়, আয় রে মরণ
চাইনে জীবন করব তোরে বরণ;
অজস্র ফুলের ডালা সাজিয়ে,
আয় রে আয় আমার দুয়ারে!
রচনাকাল : ৭ই জানুয়ারি, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ