আমি পাপী আমি তাপী
তিমির পথের সারথি,
আমি ডুবে আছি সাগরে
পাপে তাপে ভাসি ডুবি।
নিত্য দিন যে বহুরুপে-
কি বিচিত্র তব সৃজন,
বৃক্ষ বিটপী বনে বনে
সৌরভে ফুটেছে সুমন।
সকাল সাঁঝে ভোরে-
কত কুসুম কোমল ফুটে,
আবার কেউ ঝরে যায়-
সকাল কিংবা সাঁঝে!
জ্ঞানে অজ্ঞানে হয়তো
লিপ্ত হয়েছি পাপ কর্মে,
তব অশেষ করুণা বিনে
এ ধরায় মুক্তি নাহি মেলে।
জীবনের যত মোহ লোভ
যত কামনা যত বাসনা,
মুক্ত করো হে তুমি প্রভু
তব নিকষা মোর প্রার্থনা।
রচনাকাল : ২৯ শে জুন, ২০২৪ খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ