সেদিনে রাতে হাতে হাত রেখে
হেঁটে ছিলাম পিচঢালা পথে,
চারদিকে ল্যাম্প পোস্টের আলোয়
তোমায় দেখেছিলাম মনের রঙে!
আমি হারিয়েছিলাম তোমাতে
আর তুমি হারিয়েছিলে আমাতে,
আদরের পরশতায় হাত ধরে-
যেন আমৃত্যু বাঁধনে বেঁধে হেঁটেছি
সেদিন কত পাশাপাশি দু'জনে।
আজো যেন চিরসজীব-
আমাদের পথচলা একসাথে,
সেদিন রাতের আকাশের নীচে
ছিলাম কত কাছে, তুমি ছিলে
লাজে রাঙা- থরথর কেঁপে!
দু'জনার পরিপূর্ণতা হবে যেন
মধুময় মহালগনে পুণ্যক্ষণে,
মহামিলনের লগ্ন ডাকে দু'জনায়
রাঙাব তোমার সিঁথি রাঙা সিঁদুরে।
রচনাকাল : ৫ ডিসেম্বর, ২০২০
#কাজীরবাগ, উত্তর গোলাপবাগ, ঢাকা-১২০৩