আমি তোমার হৃদয়ে বাঁধব সখি
আমার প্রেমময় এক সুখের বসতি,
সারাটি জীবন কাটাতে চাই হে-
শুধু যে ধরে তোমার ওই হাতটি।
তোমার হাসিতে হলাম দিশেহারা
যেন দিকে দিকে পুষ্প হাসিধারা,
ফাগুনের রঙের রঙিন স্রোতধারা
তুমি আমি দুজনে যেন বাঁধনহারা!
তুমি যে মেঘবরণ অপূর্ব কেশবতী
আমার হৃদয়গৃহে তুমি মেঘকুমারী,
তুমি শ্যামবরণ মনোহর তব হাসি
কি করে বলব তোমার সব গুণরাশি!
শুক্লপক্ষের আলোকধারা হার মানে
তোমার মনোহর ওই হাসির বানে,
তুমি রাঙাও হে আমার হৃদয় গৃহ
আমি তোমার হৃদয়ে চিরদিন রবো!
তুমি যে আমার হৃদয়ে মেঘকুমারী
আমার হৃদয়ে তব বিচরণে ধন্য আমি,
তুমি শ্যামকুমারী নও তুমি মেঘকুমারী
তুমি চৈত্রের আকাশে আশার মেঘবারি!
রচনাকাল : ২ রা এপ্রিল, ২০২১ খ্রিঃ
#ফতুল্লা, নারায়ণগঞ্জ