তুমি যদি অধিকার চাও,
তবে তুমি রাষ্ট্রদ্রোহী।
তুমি যদি অধিকার চাও,
তবে তুমি হবে দালাল!
হয়তো ওরা ভুলে গেছে-
এদেশ আমাদেরও,
আমরাও শত সহস্র সন
থেকেও অধিক উত্তরসূরি!
আমরাও এদেশের ভূমিপুত্র
এদেশের মাটি, জল, আলো
সবি মিশে আছে সারা দেহে;
জননী মাতৃভূমি যে সর্বশ্রেষ্ঠ
স্বর্গের ভোগ বিলাসের চেয়ে।
রচনাকাল : ৩১ অক্টোবর, ২০২৪ ইং
রচনাস্থান: বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ