আমি নীল সমুদ্র দেখিনি
শুনিনি সেই সমুদ্রের গর্জন,
তবু নিতুই ভাসি নোনাজলে
নীল সমুদ্র যেন দুই নয়ন।
আমি এই সমুদ্রে ভাসি-ডুবি
ছুয়েছি বেদনার নোনাজল,
জোয়ার ভাটায় ভেসে যাই
ভেসে যায় গড়া যত স্বপ্নদল।
আজ যেন স্বপ্নগুলো বানভাসি
দুঃখ লুকিয়ে যেন বেলাভূমি,
জোয়ারের জলে ভাসে ডুবে
রোদের কিরণে দেয় যে হাসি।
তবু যে এই জীবন থেমে নেই
চলেছে ছুটে অনন্তকাল ব্যাপি,
একই শাশ্বত চিরন্তন নিয়মে
পারিনি যে খণ্ডিতে কোনক্রমে।
তবু মিছে বারংবার স্বপ্ন দেখি
শতসহস্র আশায় যে বুক বাঁধি,
তবু অবশেষে সফলতার আশে
মিছে মরীচিকার পিছে যে মরি!
রচনাকাল : ৮ই ফেব্রুয়ারি, ২০২১
স্থান : কাজিরবাগ, মানিকনগর, ঢাকা-১২০৩