নর পিশাচ, শকুন-হায়েনার দল
পাকাসুর, ওরা ছিল পাকিস্তানী;
এদেশটারে লুটিয়ে খেয়ে হয়েছিল তেজী;
বাঙালির রক্তে, ওরা খেলেছিল হোলি।
বাঙালি হয়ে তবু বাঙালি বিদ্বেষী-
কত রাজাকার, অাল বদর-অালশামস
একাত্তরে পাকাসুরদের হয়েছিল সঙ্গী;
ওরা, দেশটারে করেছিল রক্তাক্ত ভূমি।
যে চেতনা ধারণ করে হাতে-হাত রেখে
সব বাঙালি ঝাঁপিয়ে পড়ে- প্রিয় জন্মভূমি
করেছিল এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন;
এদেশে অাজ নেই সেই একাত্তরের চেতনা
নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সব হয়েছে বিলীন।
সাম্প্রদায়িকতায় ছেয়ে গেছে পুরো দেশটা
রক্তের বন্যা বয়ে চলে ব্রহ্মপুত্র-মেঘনা-গঙ্গায়,
অার্ত চিৎকারে প্রকম্পিত বাংলার অাকাশ
বঙ্গমাতার অসহায় ভূমি পুত্র-কন্যা কাঁদে
ব্রহ্মপুত্র অববাহিকার দক্ষিণ ধারায়।
এদেশে অাজো রয়েছে পাকাসুরদের বংশধর
ওরা, জন্মেছে রক্তবীজের মতো পুরো বাংলায়,
ওদের করতলে লাঞ্ছিত একাত্তরের চেতনা;
ওরা, কেড়ে নিয়েছে অামাদের অধিকার,
অামাদের স্বাধীনতা।
রচনাকাল : ২৩ শে এপ্রিল, ২০১৮ইং