আগুন লেগেছে পাশের বাড়ির
আমার চিন্তা আবার কিসের?
আমার বাড়িতে লাগেনি আগুন
আমি তবে ঘুমাই নিচিন্তে ঢের!
ওহ বাড়ির ওই মেয়েটি নাকি
পালিয়েছে এক ছেলের সাথে!
আমার বাড়ির মেয়েটি তো নয়
খাওয়া যাবে মদ এবার সালিশে!
ওহ বাড়ির ছেলেটি নাকি হয়েছে
ধর্মান্তরিত খবর পেলাম যে তাই;
এবার সবে বিচার সালিশ করে ওহ
বাড়িকে একঘরে করার দিবো রায়!
সামনে আসছে পুজো হবে পার্টি
জমবে বেজায় যে মদের আসর;
ভালো কাজে চাঁদার দর কষাকষি
মদের পার্টিতে চাঁদা দিতে রাজি আছি!
ভাল কাজে কাঁচকলা মন্দের রাশি
হাতে সময় নেই বেজায় ব্যস্ত আছি,
চারদিকে যে অযুহাতের ছড়াছড়ি
এ যেন জাতিতে এক কুম্ভকর্ণ জাতি!
রচনাকাল : ৪ঠা এপ্রিল, ২০২২ খ্রিঃ
স্থান : বিসিক, ফতুল্লা, নারায়নগঞ্জ