হে স্বাধীনতা তুমি কেন প্রশ্নবিদ্ধ?
পঞ্চাশ বছর পার হয়েছে তোমার
কিন্তু নেই আজ তোমার গৌরবময়
বাঙালির স্বাধীনতার চারটি স্তম্ভ!
স্বাধীনতা সংগ্রাম যাদের রক্তে রঞ্জিত,
আজ তারা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত;
আজ তারা ভিটে মাটি হারা, অবমূল্যায়িত;
দেশটা যেন কিনে নিয়েছে পাক প্রেতাত্মা
রাত পোহাতে হুমকি আসে হতে দেশ ছাড়া!
বঞ্চিত হয়েছে অনুপ্ররণার সেই পতাকা,
বঞ্চিত হয়েছে হাওর সন্তান জ্যোতি;
আজ বাংলার স্বাধীনতা-
সাম্প্রদায়িকতার ব্যামোতে আক্রান্ত;
হে স্বাধীনতা তুমি কেন আজ প্রশ্নবিদ্ধ?
তবে কি স্বাধীনতা সংগ্রামে বিফলে যাবে
আমার পূর্বপুরুষের রক্তের স্রোতধারা?
পঞ্চাশ বছর পর সুবর্ণ জয়ন্তীতে কেন আজ
প্রশ্নবিদ্ধ রক্তে অর্জিত হে প্রিয় স্বাধীনতা?
রচনাকাল: ২৬ মার্চ, ২০২১ খ্রিঃ
স্থান: ফতুল্লা, নারায়ণগঞ্জ