বুকের মাঝে দুঃখের নদী
বয়ে চলে সদা নিরবধি,
সেই নদীতে দুঃখের ঢেউ
বুঝলো না তো কভু কেউ!
দুঃখগুলো ঢেউয়ের মতো
ছুটে চলে নিরবে অবিরত,
কিসের এত ব্যথা এত কথা
বুঝবে না কেউ বুঝবে না!
আমারও রাঙা স্বপন আছে
নিতুই দু'চোখে স্বপন সাজে,
আজো কেউ জানতে চায়নি
কি স্বপ্ন আছে দু'চোখ মাঝে!
সবার মতো করে চেয়েছি-
সুন্দর এক সাজানো জীবন,
সাজাবো নিজের মতো করে
যেন স্বীয় ভুলে হলো সমাপন!
যেন হাজার দুঃখের তরী বেয়ে
হায় ভাটির পানে ছুটে চলে!
গোপন ব্যথা থাকুক গোপন
মৃত হোক আমার যত স্বপন!
রচনাকাল : ২২ শে আগস্ট, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : বিসিক, কলাবাগান, ফতুল্লা, নারায়ণগঞ্জ