জীবন খাতার অনেক গল্প
রয়ে যায় জীবনের অগোচরে,
সে গল্পগুলো মুছে যায় নিরবে
জীবন প্রদীপ নিভে চিরতরে!
সে গল্পগুলো কেউ জানে না
কেউ বুঝে না কোনো ভাবে;
শুধু জানে প্রবাহিত সেই সময়
যে ছিল ওই সময়টা জুড়ে!
কত স্নেহ কত যে মমতায়
কত পরম ভালোবাসায়,
সেই জীবনের আখ্যান শেষ
যেন হয় জীবনের ধূসরতায়!
রচনাকাল : ১ এপ্রিল, ২০২৫ খ্রিঃ
কাজীপাড়া, মিরপুর, ঢাকা